আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দাড়ি রাখা, অগোছালো পোশাক বা তাদের নীতি মেনে না চলা কোনো কমান্ডারের জন্য গ্রহণযোগ্য হবে না। যারা এই নীতি মানতে রাজি নন, তাদের উচিত সম্মানজনকভাবে পদত্যাগ করা।
ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠানে হেগসেথের সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্প বলেন, সেনাদের দক্ষতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে সব পদ নির্ধারণ করা হবে, রাজনৈতিক কারণে কেউ সুবিধা পাবে না।
হেগসেথ আরও জানান, সেনাবাহিনীতে ফিটনেস টেস্ট এখন থেকে পুরুষদের মানদণ্ড অনুযায়ী হবে। তিনি অভিযোগ করেন, কিছু বৈচিত্র্য ও বৈষম্যবিরোধী কর্মসূচি কর্মকর্তাদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে।
ডেমোক্র্যাটরা এই বক্তব্যকে সমালোচনা করেছেন। তাদের মতে, এভাবে রাজনৈতিক দিক সেনাবাহিনীতে প্রবেশ করলে যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক সেনা ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে উপস্থিত জেনারেল ও অ্যাডমিরালরা নীরব ছিলেন, অনেকেই কোনো প্রতিক্রিয়া দেখাননি।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট