
আওয়ার টাইমস নিউজ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের ডাকে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেওয়া একদল বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শুরু হওয়া এই বিক্ষোভ ঘিরে হাইকমিশনের আশপাশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতীয় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। হাইকমিশনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবক নিহত হওয়ার ঘটনা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গত ২০ ডিসেম্বর রাতেও হাইকমিশনের সামনে একটি ছোট পরিসরের বিক্ষোভ হয়েছিল। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাত্র ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী সেখানে উপস্থিত ছিলেন এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। তবে বাংলাদেশ ওই বক্তব্য প্রত্যাখ্যান করে এবং কূটনৈতিকভাবে সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীদের প্রবেশ করতে পারার ঘটনায় গুরুতর নিরাপত্তা ঘাটতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকা। অনুমতি ছাড়া সেখানে বিক্ষোভ হওয়া স্বাভাবিক নয়। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে উগ্র সংগঠনের সদস্যরা এমন একটি কূটনৈতিক এলাকায় প্রবেশের সুযোগ পেল। ঘটনাটি নিয়ে কূটনৈতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




























