আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর ধোলাইখালে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার পর দেশের শাসকরা বারবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, গুম-খুনের রাজ্যে পরিণত করেছে।
তিনি অভিযোগ করেন, “এখন আবার নব্য ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দিল্লিতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরা হয়—এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। তবে দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।”
ঢাকা-৬ আসনের গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ মানোয়ার খান। এসময় সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
পীর সাহেব চরমোনাই জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করি। আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করি।”