আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের পর লিটনের সেঞ্চুরি! এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা তৈরি হয়েছে, তা হলো বাংলাদেশী ব্যাটসম্যানরা যখন কোন দুর্বল দল পেয়ে যায়, তখন তারা ঠিকই ধীর ও স্বস্তিতে খেলে শত রান আদায় করে দলে নিজের অবস্থান পাকাপোক্ত করে। অথচ এই একই খেলা যদি বড় দল গরুর সাথে খেলতো, শতরান না হোক অন্তত তিন চারটা ফিফটি তো আসবে। এরফলে বড় দলগুলির বিপক্ষে টেস্টে ফাইট তো করতে পারবে বাংলাদেশ দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্রিকেট ভক্তরাই মনে করছেন ছোট দলের বিপক্ষে বাংলাদেশ দল মানসিকভাবে এগিয়ে থাকে, টাইগার ব্যাটসম্যানদের যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নাই, প্রশ্ন হল মানসিকতা নিয়ে, বড় দলগুলির বিপক্ষে টেস্টে আগেই হেরে বসে থাকে ফলে ইনিংস পরাজয় বরণ করতে হয়। বাংলাদেশ দলের জন্য অবশ্যই একজন আন্তর্জাতিক মনসম্পন্ন মনোবিদ রাখা দরকার বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা।