আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলার জন্য বছরে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। তবে আন্তর্জাতিক তহবিল থেকে মাত্র এক থেকে দুই বিলিয়ন ডলার আনতেও জটিলতার মুখোমুখি হতে হয়।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট বিপর্যয়ও রয়েছে। তাই এই তহবিলের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, স্থানীয় মানুষদের উদ্যোগে দেশের দুর্যোগ মোকাবিলা করা হয়, যা একটি ইতিবাচক দিক। তবে শুধুমাত্র সরকারি বা ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। জনগণকে সচেতন করা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সাহায্য করা জরুরি।
অর্থ উপদেষ্টা জাপানের উদাহরণ তুলে ধরে বলেন, “সেখানকার শিশুরা ছোটবেলা থেকেই দুর্যোগ সম্পর্কে সচেতন হয়। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, অর্থ বিভাগের সচিব এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক।