
আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে ব্যবস্থা নিয়েছে,তা সাধুবাদ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,”খায়রুল হক রাষ্ট্রের একজন বড় শত্রু,যিনি বিচারপতির আসনে বসে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন,তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেওয়া খায়রুল হকের সংক্ষিপ্ত রায় ও পূর্ণাঙ্গ রায়ের মধ্যে ছিল আকাশ-পাতাল পার্থক্য। তিনি সেই পদে থেকে রাষ্ট্রের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করেছেন।”
বিএনপি মনে করে,ওই রায় বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে একটি বড় ভূমিকা রেখেছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,বিলম্ব হলেও আজ যে পদক্ষেপ নেওয়া হয়েছে,তা সঠিক পথে একটি সূচনা। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন,খায়রুল হকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
এসজি/এসএফ





























