
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আহলুল কুরআন ওয়াসসুন্নাহ্ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী ৫-তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীদের পিছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ছোট্ট কুরআনের পাখি আব্দুল্লাহ আল মামুন।
শনিবার ২১ সেপ্টেম্বর বিকেলে আহলুল কুরআন ওয়াসসুন্নাহ্ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে এই হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ডফিনালটি অনুষ্ঠিত হয়। গ্র্যান্ডফিনালে প্রধান বিচারক হিসেবে ছিলেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ ক্বারী নেছার আহমেদ আন-নাছিরি।
উক্ত প্রতিযোগিতায় আব্দুল্লাহ আল মামুন, তার মনমুগ্ধকর বিশুদ্ধ কুরআনের সুরের মূর্ছনায় প্রতিযোগিতার আগত আন্তর্জাতিক পর্যায়ের বিচারক প্যানেলের হৃদয় জয় করে নেয় এবং দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে রানার্সআপ নির্বাচিত হন। এবং পুরস্কার হিসেবে পান নগদ ৩০ হাজার টাকা এবং ফ্রিতে পবিত্র ওমরাহ্ হজ্জ পালনের টিকিট।
জানা গিয়েছে,কুরআনের সুরের জাদুতে আগতো হাজার হাজার দর্শকদের হৃদয় কেড়ে নেওয়া আব্দুল্লাহ আল মামুন সাভার হেমায়েতপুরের মুসলিম পাড়ায় অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ জামিয়া আসিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
এদিকে আওয়ার টাইমস নিউজের বিশেষ প্রতিনিধি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও মহাপরিচাল হাফেজ মাওলানা কামাল হোসাইনের সাথে কথা বললে তিনি জানান, আবদুল্লাহ্ একদম শুরু থেকেই অত্র প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, এবং এখানেই কুরআনের নাজেরা এবং পরবর্তীতে পুরো কুরআন শরীফ হিফজ সম্পন্ন করে। বর্তমানে তার হিফজ রিভিশন চলছে, তিনি আরও জানান, এর আগেও আব্দুল্লাহ আল মামুন একাধিকবার জাতীয় পর্যায়ে বিভিন্ন বিভাগ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার নিয়ে এসেছেন, ইনশা-আল্লাহ্ আগামীতে আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনামকে ধরে রাখবেন।
এসময় তিনি এই বিজয়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই বিজয়ের পিছনে আব্দুল্লাহ আল মামুনের শিক্ষকদের অনেক চেষ্টা-মেহানত এবং দোয়া ছিল। আমি আমাদের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আশা করছি এমন বিজয় ভবিষ্যতেও চলমান থাকবে ইনশা-আল্লাহ্।




























