
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের বাজারে সোনার নতুন দাম আজ শনিবারও কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত মূল্য অনুযায়ী শুক্রবার থেকে সোনার এই দরেই কেনাবেচা চলছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের সোনার মূল্য প্রতি ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও ধরন অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
অন্যদিকে, দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।



























