আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপি প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন পথ অবলম্বনের চেষ্টা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, জনগণের মধ্যে বিএনপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হওয়ার সুযোগ যেন না থাকে।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী শক্তির নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনই একমাত্র পথ। নির্বাচনের পথে বাধা এলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসা সহজ হবে এবং সমগ্র রাষ্ট্র ক্ষতির মুখে পড়বে।
স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণকে ভুল পথে রাখা হচ্ছে। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফাকে সবচেয়ে বড় সংস্কার হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা দেশের মানুষের জন্য ত্যাগ করছেন না, তারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। তিনি বলেন, জামায়াত ও অন্যান্য মৌলবাদী শক্তি জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করতে চায়। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের একমাত্র অধিকার নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিদের, অন্য কারও নয়।
সভায় বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও সদস্যরা বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স. ম. জিলানী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব আহসান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন জেলা ও বিভাগীয় নেতা এবং শহীদ ও গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের পরিবারের সদস্যরা।