
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান বলেছেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে তালিকাভুক্ত প্রায় ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, বরং টাকার বিনিময়ে তালিকায় নাম তুলেছেন, তারা সকলেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী বাজারে এক লালন সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০১০ সাল থেকে একাধারে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার অপ্রাপ্তবয়স্কদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি যারা মুক্তিযুদ্ধ চলাকালে প্রাথমিক বিদ্যালয়ে পড়ত, তারাও অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধার গেজেটে নাম তুলেছে। সে সময় দেশে যেন ‘মুক্তিযোদ্ধা তৈরির ফ্যাক্টরি’ গড়ে উঠেছিল। এইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে।
আ. মান্নান আরও বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দোসররা পুনরায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সচেতন থাকতে হবে, যেন কোনো কুচক্রীমহল দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে না পারে।
তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের। উপস্থিত ছিলেন সিংজুরী বীণাপাণি সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























