আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার (২ নভেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দামের ঊর্ধ্বগতির কারণে স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। ফলে এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি পেয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯৬ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা,
১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা প্রতি ভরিতে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যের ওঠানামা, ডলার বিনিময় হার এবং আমদানি খরচ বিবেচনায় দেশীয় বাজারে দাম সামঞ্জস্য করা জরুরি হয়ে পড়েছে।
স্বর্ণের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা ও মধ্যবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ তৈরি করছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। অনেকেই বিয়ে বা বিনিয়োগের জন্য স্বর্ণ কেনা স্থগিত রাখছেন। তবে ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত দেশের বাজারেও এই অস্থিরতা কিছুটা সময় অব্যাহত থাকবে।