
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব ও স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বাড়ার কারণে নতুন দরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রোববার (১৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৫০ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন এ দাম অনুযায়ী,
২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা,
২১ ক্যারেট সোনা ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা,
১৮ ক্যারেট সোনা ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা,
আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায়।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুস জানিয়েছে,
২২ ক্যারেট রুপার ভরি ৬,২০৫ টাকা,
২১ ক্যারেট ৫,৯১৪ টাকা,
১৮ ক্যারেট ৫,০৭৪ টাকা,
আর সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩,৮০২ টাকায়।




























