আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ব্যাটিং অর্ডারে মাঝেমধ্যেই ভাঙন দেখা গেলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতাটা যেন এখন দলের অভ্যাসে পরিণত হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ঘটল একই ঘটনা।
আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও মাঝপথে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তবে শেষ মুহূর্তে আবারও দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। অপরাজিত ৩১ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
প্রথম ম্যাচে সোহানের সঙ্গী ছিলেন রিশাদ হোসেন, আর দ্বিতীয় ম্যাচে তার পাশে ছিলেন শরিফুল ইসলাম। শেষ জুটিতে ঠান্ডা মাথায় খেলেই জয় নিশ্চিত করেন তারা। ফলাফল—রুদ্ধশ্বাস ২ উইকেটের জয়, আর তাতেই এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।
ম্যাচের হিরো: নুরুল হাসান সোহান (অপরাজিত ৩১ রান)