আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী নিজেদের কার্যক্রম আড়াল করতে বিএনপি'র বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, নির্বাচনের আগে এই ধরনের প্রচারণা বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে।
গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, সম্প্রতি চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসককে চাঁদা দাবির অভিযোগে হয়রানি করা হয়নি। বরং, নকশাবহির্ভূত ভবন নির্মাণের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তবে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ওই চিকিৎসক নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
রিজভী বলেন, রংপুরে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বী দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, ‘মব’ সমাজের জন্য এক ভয়ঙ্কর সমস্যা হয়ে উঠেছে, এবং এ ধরনের ঘটনায় কাউকে নিজের হাতে আইন প্রয়োগ করার সুযোগ দেওয়া উচিত নয়।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ আমলে ফারমার্স ব্যাংকে থাকা কোটি কোটি টাকার কোনো হদিস নেই। এই অর্থ উদ্ধার করতে সরকারের আন্তরিক উদ্যোগ নেওয়া উচিত।
রিজভী পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির প্রসঙ্গেও মন্তব্য করেছেন, দেশের মানুষ এখনও এ ধরনের পদ্ধতির জন্য প্রস্তুত নয়, এবং যারা এ দাবি করছেন, তারা পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সম্পত্তি লুটপাটের ঘটনা দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। রাজনৈতিক অপপ্রচার ও সামাজিক উত্তেজনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের প্রয়োজন।