আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। গত দুই দিনে পরিচালিত অভিযানে এসব পাথর উদ্ধার করেছে প্রশাসন।
শুক্রবার (১৫ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় জেলা প্রশাসনের টানা অভিযানে মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়। শুধু ওইদিনই উদ্ধার হয় প্রায় ৪৫ হাজার ঘনফুট পাথর। এর আগের দিন রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মোট এক লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসনের মিডিয়া সেল।
উদ্ধার হওয়া পাথরের অর্ধেক ইতোমধ্যে সাদা পাথরের জিরোপয়েন্ট এলাকায় পুনরায় ফেলা হয়েছে। বাকি অংশও ধীরে ধীরে প্রতিস্থাপন করা হচ্ছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মো. মাসুদ রানা জানান, অবৈধভাবে লুট করা এসব পাথর সাদা পাথরে ফেরত দেওয়া হচ্ছে। একইসঙ্গে চলমান অভিযানে স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে অভিনব কায়দায় মাটির নিচে পাথর মজুত করেছে, তাও উদঘাটন হয়েছে।
এদিকে কলাবাড়ি এলাকায় অভিযান শেষে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির বলেন, স্থানীয় ক্রাশার মালিকরা মাটির নিচে বিশাল পাথরের ভাণ্ডার গড়ে তুলেছিল। অভিযানে সেখান থেকে ৭ ট্রাক পাথর সরাসরি সাদা পাথরে ফেলে দেওয়া হয়েছে। আরও প্রায় ৫ হাজার ঘনফুট পাথর জব্দ অবস্থায় আছে, যা শনিবার পর্যটন এলাকায় ফেরত দেওয়া হবে।
প্রশাসনের ধারাবাহিক এ অভিযানে অবৈধ পাথর ব্যবসায়ীদের নতুন কৌশল প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে সাদা পাথর লুটপাট রোধে অভিযান অব্যাহত থাকবে।