আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: হারলেই বিদায়, আর জিতলেই এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালের মঞ্চে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অঘোষিত সেমিফাইনালের মতো এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিং নেয় টাইগাররা। শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে তারা।
ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। শাহিবজাদা ফারহানকে ফেরান তিনি। এরপর শেখ মেহেদী হাসানের আঘাতে সাজঘরে ফেরেন সাইম আয়ুব। মাত্র ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ২৭/২।
রিশাদ হোসেনের লেগ স্পিনে মিডলঅর্ডারও ভেঙে পড়ে। ফখর জামান (২০ বলে ১৩), হুসাইন তালাত (৭ বলে ৩) এবং অধিনায়ক আগা সালমান (২৩ বলে ২০) ফিরলে ১১ ওভারে ৫১/৫ অবস্থায় ধুঁকছিল পাকিস্তান।
১৩.৩ ওভারে দলীয় ৭১ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। তবে এরপরই ম্যাচে ফেরার লড়াই শুরু করে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজ। ঝড়ো ব্যাটিংয়ে তারা দলকে টেনে তোলেন। হারিস করেন ২৩ বলে ৩১ রান, নওয়াজ মাত্র ১৫ বলে ২৫। শাহিন শাহ আফ্রিদি ১৩ বলে ১৯ রান করে ইনিংসের গতি বাড়ান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩৫/৮।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। সমান ২ উইকেট পান শেখ মেহেদী হাসানও।
এখন ফাইনালের সমীকরণ একেবারেই সহজ— ভারতকে চ্যালেঞ্জ করতে হলে বাংলাদেশকে করতে হবে মাত্র ১৩৬ রান। হাতে থাকবে পূর্ণ ২০ ওভার, অর্থাৎ ১২০ বল।