আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির বিতর্ক ও মামলার প্রবণতা কমানোর লক্ষ্যে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী, কোনো সম্পত্তি বিক্রি বা নামজারি করার আগে সব ওয়ারিশের মধ্যে একটি আপোষ বন্টননামা দলিল তৈরি করা বাধ্যতামূলক হবে। এই দলিল ছাড়া সম্পত্তির বিক্রি, ক্রয় বা নামজারি করা যাবে না।
নতুন নিয়মের মূল লক্ষ্য হলো উত্তরাধিকার সম্পত্তির সঠিক বন্টন নিশ্চিত করা এবং ব্যক্তিগত স্বার্থের কারণে ভুলবশত বা অশুদ্ধভাবে সম্পত্তি বিক্রির সুযোগ বন্ধ করা। এ ছাড়া, যারা কোনো সম্পত্তি বিক্রি বা ক্রয় করতে চান, তাদেরকে অবশ্যই আপোষ বন্টননামা দলিল প্রদর্শন করতে হবে।
যদি সম্পত্তির নামজারি বা রেকর্ড সংশোধন করা হয়, তবেই মালিকানা আইনিভাবে নিশ্চিত হবে। একবার আপোষ বন্টননামা দলিল তৈরি হলে সেটি বাতিল করা যাবে না।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী, এই নিয়ম অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে। নতুন নিয়মটি সম্পত্তি সম্পর্কিত দ্বন্দ্ব ও জটিলতা কমিয়ে জনগণের মধ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।