
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নাটোরের গুরুদাসপুরে জুস খাওয়ার পর দুই বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুর দাদিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকুড়ি গ্রামে মামা শ্বশুরের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে রোলভা গ্রামের পায়েল খাতুনের বিয়ে হয় সোনাবাজু গ্রামের শাকিল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বাশুড়ি সখেনা বেগমের সঙ্গে পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটতো। কয়েকদিন আগেও এমন ঘটনায় পুত্রবধূ রাগ করে স্বামীকে নিয়ে চলে যান বাবার বাড়ি।
শিশুটির মা পায়েল খাতুন জানান, শনিবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তিনি ছেলেকে শুইয়ে রেখে বাইরে যান। কিছুক্ষণ পর শাশুড়ি সখেনা বেগম শিশুকে জুস খাওয়ান। এরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, শিশুটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পথে যাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
অভিযুক্ত দাদি সখেনা বেগম বলেন, “আমার ছেলের কিনে আনা জুস আমি নাতিকে খাইয়েছি। কীভাবে মারা গেল আমি জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে।”
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় শিশুর দাদি সখেনা বেগমকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।




























