
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটিতে স্থানীয় নির্বাচনে বড় চমক এনে মেয়র নির্বাচিত হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক পার্টির এই তরুণ নেতা প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং ইতিহাসের সর্বকনিষ্ঠ নির্বাচিত মেয়র হিসেবে নতুন মাইলফলক গড়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC-র প্রতিবেদনে বলা হয়, সামাজিক ন্যায়বিচার ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে তার স্পষ্ট অবস্থান তাকে জনপ্রিয়তা এনে দেয়।
নির্বাচনে মামদানি পরাজিত করেছেন দুইজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। এর আগে ডেমোক্র্যাটিক প্রাইমারি ভোটেও তিনি কুয়োমোকে হারিয়ে আলোচনায় আসেন।
প্রচারণার সময় তিনি ভাড়া নিয়ন্ত্রণ শক্তিশালী করা, গণপরিবহন বিনামূল্যে করা, সার্বজনীন শিশু যত্ন নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তরুণ ভোটার, অভিবাসী জনগোষ্ঠী ও সামাজিক ন্যায়বিচার সমর্থকদের সমর্থনই তাকে এগিয়ে রাখে।
তার জয়ে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতিশ্রেণি উচ্ছ্বাস প্রকাশ করলেও সমালোচনাও কম নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘চরমপন্থী’ বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন যে, তিনি দায়িত্ব গ্রহণ করলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করার উদ্যোগ নেয়া হবে।
এদিকে একই দিনে অনুষ্ঠিত ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় কংগ্রেশনাল সীমা পুনর্নির্ধারণ নিয়ে ভোটাভুটি চলছে, যা ডেমোক্র্যাটদের পক্ষে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: BBC




























