
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ইতিহাস গড়ে প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার পদে উন্নীত হয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের জন্য বড় অনুপ্রেরণা।
সিলেটের গোলাপগঞ্জের বাঘার গ্রামে জন্ম নেওয়া শামসুল হক বর্তমানে স্ত্রী রুবিনা হক ও দুই ছেলেকে নিয়ে নিউইয়র্কের কুইন্সে থাকেন। তিনি বলেন, “আমি চাই আরও তরুণ বাংলাদেশি-আমেরিকানরা আইন প্রয়োগকারী সংস্থায় যোগ দিক এবং সমাজের জন্য কাজ করুক।”
২০২১ সালের ২৯ জানুয়ারির অফিসিয়াল অনুষ্ঠানে তিনি লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি পান।
দীর্ঘ পথচলার সাফল্য
শামসুল হক ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। শুরুতে রেস্তোরাঁয় বাস বয়, ডেলিভারিম্যান ও ম্যানেজারের কাজ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে কিছু বড় অর্জনের স্বপ্ন নিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যান।
১৯৯৭ সালে ডিপ্লোমা সম্পন্ন করে পরবর্তীতে লাগার্ডিয়া কলেজ থেকে এএস এবং বারুক কলেজ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০০৪ সালের জানুয়ারিতে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন, তখন খুব কম বাংলাদেশিই মার্কিন পুলিশের দলে ছিলেন।
২০১০ সালে সার্জেন্ট, ২০১৪ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পরে তিনি এনওয়াইপিডির অভ্যন্তরীণ তদন্ত ইউনিটে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি কমিউনিটির জন্য আলাদা উদ্যোগ
শামসুল হক বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশি তরুণদের পুলিশ বাহিনীতে যোগ দিতে উৎসাহিত করে। তাঁর নেতৃত্বে অনেক বাংলাদেশি-আমেরিকান বর্তমানে এনওয়াইপিডিতে অফিসার ও ডিটেকটিভ হিসেবে কাজ করছেন।



























