আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের দরজা ও জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ হামলার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরীসহ প্রায় ৫০ নেতাকর্মী।
রোববার বিকেলে বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটে প্রবেশ করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। এরপরই কনস্যুলেটের দরজা-জানালায় ভাঙচুর শুরু হয়।
প্রবাসী বাংলাদেশি ও মিডিয়া কর্মীদের সঙ্গে তথ্য উপদেষ্টার মতবিনিময়ের আয়োজন করেছিল কনসাল জেনারেল অফিস। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা সেখানে উপস্থিত ছিলেন। বিকাল ৫টা থেকে ছাত্রলীগের উশৃঙ্খল নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা কনস্যুলেটের ভিতরে ঢুকতে চেষ্টা করেন, কিন্তু সিকিউরিটি গার্ড ও অফিস স্টাফদের বাধায় ব্যর্থ হন। ক্ষুব্ধ হয়ে তারা দরজা-জানালায় লাথি মারে, যার ফলে প্রধান ফটকের কাচের দরজা ভেঙে যায়।
নিউইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং দুই জনকে আটক করে। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। কনস্যুলেট অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনা করছে। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কনস্যুলেট যোগাযোগ রাখছে এবং গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই তদন্তে নেমেছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করছে।
কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চলে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ সময় কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। রাতে তথ্য উপদেষ্টা পুলিশ প্রহরায় কনস্যুলেট অফিস ত্যাগ করেন।
মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, তাদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে জুলাই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে হাসিনার পতন ঘটিয়েছে এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের সঙ্গে নতুন সরকার গঠন করা হয়েছে।
প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশের রাজতন্ত্রকে পতিত করেছেন। এখন কিছু নেতাকর্মী ডিম নিক্ষেপ বা কটূক্তি করতে পারে, তা স্বাভাবিক প্রতিক্রিয়া।