
আওয়ার টাইমস নিউজ।
কুমিল্লায় প্রতিনিধি: পবিত্র কুরআনের আয়াত শুনে মুগ্ধ হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্যামল ও সোনালী দেবী দম্পতি।
পরিবারটি দীর্ঘদিন ধরে স্থানীয় জামে মসজিদ রোড এলাকায় বসবাস করছিল। তাদের বড় মেয়ে মনিষা প্রতিবেশী মুসলিম শিশুদের সঙ্গে খেলতে গিয়ে কালেমাসহ একাধিক সূরা মুখস্থ করে নেয়। প্রতিদিন রাতে বাবা-মাকে সেই সূরাগুলো শোনাত সে। ধীরে ধীরে কোরআনের প্রতি আকৃষ্ট হন শ্যামল ও সোনালী। একসময় ইসলাম গ্রহণের আগ্রহ জন্ম নেয় তাদের মনে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিনের আদালতে ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা সম্পন্ন করেন তারা। পরে বৃহস্পতিবার রাতে ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরের কাছে কালেমা পাঠের মাধ্যমে শরিয়াহ মোতাবেক ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর শ্যামলের নতুন নাম হয়েছে মো. আবিদ উল্লাহ, স্ত্রী সোনালী দেবীর নাম আরোহী জান্নাত। তাদের সন্তান মনিষার নাম রাখা হয়েছে তাসনিম জান্নাত, তিশা হয়েছে আরিশা জান্নাত এবং ছেলে আয়ুস্মানের নাম রাখা হয়েছে মোহাম্মদ আনাস।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও তরুণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নও মুসলিম আবিদ উল্লাহ বলেন, “মেয়ের মুখে কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়ে ভিন্নরকম অনুভূতি জাগে। সেই প্রেরণায় ইসলাম গ্রহণ করেছি। আমি যেন হজরত মোহাম্মদ (সা.)-এর আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি, এজন্য সবার দোয়া চাই।”
চৌদ্দগ্রাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, “প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। যদি তারা স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে ইসলাম গ্রহণ করে থাকেন, তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতাকে সম্মান জানাই।”




























