আওয়ার টাইমস নিউজ।
লাইফস্টাইল: ভালো মেয়েরা কখনো কষ্টের গল্প বলে না। তারা চুপ করে থাকে। সহ্য করে। না বলা কষ্ট বুকে চেপে হাসিমুখে বেঁচে থাকে। আর এই নীরবতার মধ্যেই তারা প্রতিনিয়ত হারিয়ে ফেলে নিজেদের।
এই মেয়েরা শান্ত স্বভাবের হয়। সহজ মনের, কম চাহিদার। তারা কখনো উচ্চস্বরে কিছু চায় না, শুধু ভেতরে ভেতরে স্বপ্ন বুনে। স্বপ্ন দেখে, তবুও বলে না। অভিমান জমে, তবু কাউকে কিছু বুঝতে দেয় না। কারণ তারা ভয় পায়, তাদের চাওয়া যদি কারও কাছে বোঝা হয়ে দাঁড়ায়!
নতুন কিছু চায় না, পুরোনোটাই যত্নে ব্যবহার করে। কারো সঙ্গে কোথাও যেতে চায়, কিন্তু ভাবতে থাকে "যদি ওর কষ্ট হয়! অতঃপর নিজেকে থামিয়ে দেয়, ইচ্ছেটাকে চেপে ফেলে।
এভাবে একসময় সবাই ধরে নেয়, ও তো কিছু চায় না। ও নিশ্চয়ই ভালো আছে! কিন্তু সত্যি বলতে কি, এই ভালো মেয়েরা চুপ থেকে থেকে একসময় অদৃশ্য হয়ে যায় নিজের মতো করে।
তারা অসুস্থ হলেও বিছানায় পড়ে থাকে না, নিজের কষ্টটা কাউকে বোঝায় না। তাদের কষ্টটা তাই ‘কষ্ট’ বলেই মনে হয় না কারো কাছে। কারণ তারা সাহায্য চায় না, অভিযোগ করে না, অভিযোগ জানাতে শিখেনি। তারা নীরবে সহ্য করতে শিখে গেছে।
তারা হয়তো দামি গিফট চায় না, সাজগোজ নিয়েও পড়ে থাকে না। তবুও তাদের মন চায়—একটা স্পর্শ, একটা মমতা, কারো একটু সময়, একটু যত্ন, একটু গুরুত্ব।
এইসব মেয়েরা সবার জন্য ‘সহজ’ হয়ে ওঠে। তারা সহজলভ্য বলে, সবার অগোচরেই হয়ে যায় সবচেয়ে অবহেলিত।
কারণ তারা চুপ থেকেছে। তারা ‘চায় না’ বলেই ধরে নেওয়া হয়, তাদের কিছু দরকার নেই।’
তাদের হাসি দেখে কেউ বুঝতেই পারে না এ হাসির পিছনে যে কত কষ্ট জমে আছে।
একদিন হয়তো সবাই বুঝবে, এই চুপ থাকা মেয়েটাই ছিল সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য। কিন্তু তখন সে হয়তো চুপ করে, নিঃশব্দে, অনেক দূরে হারিয়ে যাবে.....