
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বাহিনী দক্ষিণ সীমান্তবর্তী ড্রুজ অঞ্চলে মোতায়েন থাকা ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে, যা ইসরায়েল দাবি করেছে একটি নিরাপত্তা সমঝোতার অংশ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির খবরে জানা গেছে, সিরিয়া ইসরায়েলের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।
সিরিয়ার কর্মকর্তারা এএফপিকে জানান, দেশের দক্ষিণ থেকে ভারী অস্ত্র প্রত্যাহার প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছিল। প্রত্যাহারের মধ্যে ছিল ট্যাংক, হাওয়া প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য ভারী সামরিক সরঞ্জাম। এতে দক্ষিণ সীমান্তে অবস্থানরত অসামরিক অঞ্চল তৈরি করার ইজরায়েলের দাবি পূরণের চেষ্টা হচ্ছে।
ইসরায়েল দাবী করে, সীমান্তবর্তী এলাকা এবং ড্রুজ অঞ্চলে সিরিয়ার সামরিক তৎপরতা সীমিত করতে হবে। এ সম্পর্কিত আলোচনার জন্য সিরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দক্ষিণ সিরিয়ায় আপাত শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে।
এদিকে, দামেস্কের এক কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রত্যাহার প্রায় ১০ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে সম্পন্ন হয়েছে। যদিও সিরিয়ার সরকারি কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করেননি, তবে প্রত্যাহারের ছবি এবং স্থানীয় নিরাপত্তা পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র: এএফপি




























