
আওয়ার টাইমস নিউজ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তুলে নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। এসব দাবির সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়, যেমন সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) — যা জনগণের জন্য জটিল ও কঠিন।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বর্ষীয়ান রাজনীতিক কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে, দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। এখন ঘুষের পরিমাণও বহুগুণে বেড়েছে। তিনি বলেন, রাজনীতিতে কখনো হতাশ হননি, তবে বর্তমানে দেশের নৈতিক অবক্ষয় তাকে মাঝে মাঝে হতাশ করছে।
সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন দলটির মহাসচিব আবু ইউসুফ। আরও বক্তব্য দেন সাইফুল হক, মোস্তফা জামাল হায়দার, নাজমুল হক নান্নু প্রমুখ।




























