আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যথাসময়ে এই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এরই মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এখন রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই তারা আশা করছেন।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বলেন, মানুষ এখন ভোটের দিকে অগ্রসর হচ্ছে। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
আমীর খসরু আরও জানান, জনগণ একটি জবাবদিহিমূলক সরকার প্রত্যাশা করে। নির্বাচনের পর অর্থনীতি ও দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, বিএনপি আগামী ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা হাতে নিয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে প্রজ্ঞাপন জারি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে আসনসীমা চূড়ান্তকরণ এবং মাসের শেষ সপ্তাহ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করার কথা জানিয়েছে কমিশন।
cgt