আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের নির্বাচনের আগে অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তিনি বলেন, নির্বাচনের ডেডলাইন বা সময়সূচি নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের আগে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানো একটি লিখিত সংবিধান অপরিহার্য।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে অনুষ্ঠিত রাজনীতি শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত। তিনি বলেন, “উপদেষ্টাদের মাধ্যমে নির্বাচনের নিয়মের আইনগত ভিত্তি প্রদান করা না হলে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। মুখের কথায় নয়, লিখিতভাবে সংবিধান তৈরি করা প্রয়োজন।”
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকারের কিছু অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে এবং নির্বাচনের সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হচ্ছে। তিনি বলেন, “শুধু দারোয়ান পরিবর্তন করে নির্বাচনের আশা পূরণ হবে না, দরজা, ভোট প্রক্রিয়া, সুষ্ঠু পরিবেশ সবকিছু ঠিকঠাক করতে হবে। জনগণ যাকে ভোট দেবে, তাকে জয়ী হতে দিতে হবে।”
এছাড়া তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “নির্বাচন পূর্ববর্তী তুচ্ছ তাচ্ছিল্য, টাকা দিয়ে ভোট কেনা, এবং অনিয়মের কারণে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তিত হয় না। আমাদের দায়িত্ব এই অনিয়ম বন্ধ করা।”
উঠান বৈঠকে দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জামাল মোহাম্মদ কবীর সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহবুব আলম, এহতেশাম হক ও উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।