আওয়ার টাইমস নিউজ।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীদের গণতন্ত্রবিরোধী বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “যারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নেবে, তাদের রুখে দেবে বাংলাদেশের জনগণ।”
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ। কোনো অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা হলে জনগণই তার জবাব দেবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি খালেদা জিয়াকে “গণতন্ত্রের আলোর দিশারি” আখ্যা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।