আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সংগঠক আখতারুজ্জামান সম্রাটকে বেধড়ক মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর, মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। অবশেষে জানা গেছে, তিনি পুলিশের সদস্য। ওই ব্যক্তি হলেন পুলিশ কনস্টেবল মিজানুর রহমান, যিনি বর্তমানে পল্টন থানার ওসি নাসিরুল আমিনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে পল্টন থানায় গিয়ে অন্তত সাতজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে থানার ওসি নাসিরুল আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি।
পুলিশের পক্ষ থেকে এখনো এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি এবং কোনো মামলাও হয়নি। এদিকে, ভিডিওচিত্র প্রকাশের পর সমালোচনা বাড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানিয়েছে, মেরুন কালারের গেঞ্জি পড়া ঐ পুলিশ সদস্য আওয়ামী লীগ লালিত পশু! অনেকেই মন্তব্য করতে গিয়ে দেখা গিয়েছে, যে ভারতীয় সরকারের মদদে জাতীয় পার্টি ও আওয়ামী পন্থী আইন-শৃঙ্খলা বাহিন ওপর ভর করে আবারো দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে স্বৈরাচারা