আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ধীরে ধীরে শঙ্কামুক্ত হচ্ছেন। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার জ্ঞান ফিরেছে বলে জানানো হয়েছে।
শনিবার সকালে নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে উল্লেখ করা হয়, তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। সঙ্গে তার চিকিৎসাধীন অবস্থার ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় তিনি শুয়ে আছেন।
শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে নুর গুরুতর আহত হন। সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ভিডিও ফুটেজে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে যায় এবং তার নাক ফেটে যায়। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকরা নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্ত করেছেন। এজন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।