
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, সংগঠনের শীর্ষ নেতা নুরুল হক নুর বর্তমানে গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তার নাক ফেটে গেছে, চোখে মারাত্মক জখম হয়েছে এবং একটি হাত ভেঙে গেছে। নুর এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে দাবি করেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন রাশেদ খান।
তিনি বলেন, “আমিও হামলার শিকার হয়েছি। আমাদের শতাধিক কর্মী আহত হয়েছেন। আমরা জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছিলাম। কিন্তু বিজয়নগরে আমাদের মিছিলে বারবার হামলা চালানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের ওপর অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে।”
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় নুর গুরুতর আহত হন।
cgt




























