আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুর সুস্থ হওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে। তিনি বলেন, “কতিপয় সেনাসদস্য মব করে নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে।”
রাশেদ আরও জানান, উন্নত চিকিৎসার জন্য নুরকে সিঙ্গাপুর বা যুক্তরাষ্ট্রে নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে সেনাসদস্যদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
আইএসপিআরের বিবৃতির সমালোচনা করে রাশেদ বলেন, “তারা বলেছে আমাদের ওপর মব হামলা হয়েছে। কিন্তু আমরা তো কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করছিলাম। সেখানে সেনাবাহিনীর কয়েকজন সদস্যই হামলা চালিয়েছে। এটিকে মব বলা যায় না। বরং ওই মব তৈরি করেছে সেনা সদস্যরা।”
তিনি অভিযোগ করেন, সেনাবাহিনী তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং বাথরুমে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের বের করে রক্তাক্ত করেছে। “আমাদের গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনীকে কিছু ব্যক্তি রক্ষার জন্য কলুষিত করা হচ্ছে,” যোগ করেন তিনি।
রাশেদ খান আরও জানান, সেনাপ্রধানকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হলেও এখনো তিনি তার অবস্থান স্পষ্ট করেননি। “এটি আমাদের কাছে উদ্বেগজনক,” বলেন তিনি।