আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে জেন-জি প্রজন্মের সরকারবিরোধী আন্দোলনের সময় মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের বাসভবনে হামলা চালায়। এ সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হেলিকপ্টারের দড়ি ধরে উদ্ধার হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তার মাঝে ধাওয়া করে মারধর করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও বিক্ষোভকারীদের হামলার মুখে পড়েন। রক্তাক্ত অবস্থায় শের বাহাদুর দেউবাকে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়, পরে সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে।
হেলিকপ্টারের রেসকিউ স্লিং ব্যবহার করে কয়েকজন মন্ত্রী এবং সরকারের শীর্ষ কর্মকর্তাকে হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরানো হয়। এই সময় কাঠমান্ডুর আকাশে কালো ধোঁয়ার স্তূপ দেখা যায়।
বিক্ষোভকারীরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাস্তার অবরোধ সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং কারফিউ জারি করা হয়। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন।
সূত্র: BBC News, Al Jazeera