আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: নেপালে জেন-জি আন্দোলনের উত্তাল বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করলেও পরিস্থিতি এখনও অস্থির। এরই মধ্যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
কাঠমান্ডুতে যে হোটেলে বাংলাদেশ দল অবস্থান করছে, তার পাশের একটি ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
আতঙ্কে লবিতে অপেক্ষা
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।”
জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা গণমাধ্যমকে জানান,
“হিলটন হোটেলে আগুন দেওয়ার পর আমরা ভীত হয়ে পড়ি। কখন কী হয় বুঝতে পারছিলাম না। তখন আমরা সবাই লবিতে অপেক্ষা করেছিলাম।”
নেতা খুঁজতে এসে শান্ত হলো বিক্ষোভকারীরা
খেলোয়াড়দের আতঙ্ক আরও বেড়ে যায় যখন কয়েকজন বিক্ষোভকারী হোটেলে প্রবেশ করে। তারা ভেবেছিল কোনো রাজনৈতিক নেতা সেখানে অবস্থান করছেন। পরে হোটেল কর্তৃপক্ষ বোঝায় যে এখানে শুধু বাংলাদেশি ফুটবলাররা আছেন। খেলোয়াড়দের সামনে দেখে আন্দোলনকারীরাও শান্ত হয়ে যায়।
সুমন রেজা বলেন, “আমাদের লবিতে দেখে আন্দোলনকারীরা বুঝতে পেরেছে এখানে কোনো রাজনৈতিক নেতা নেই। এরপর আতঙ্ক কিছুটা কমে।”
নেপালে কয়েকদিন ধরে দুর্নীতি ও ‘নেপো কিডস’ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সেনাপ্রধানের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।