আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, তার পদত্যাগ সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকেই দেওয়া হবে।
বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চলমান ও সম্পন্ন হওয়া উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উদ্যোগের কথাও জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন, তবে কোন আসন থেকে এবং কোন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন—তা পরে জানানো হবে।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি আমার বলার এখতিয়ার নয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ই এ বিষয়ে আনুষ্ঠানিক জানাবে।”
তিনি আরও বলেন, “আমি নিজেও বিশ্বাস করি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা ঠিক নয়। যদিও আইনগত বাধা নেই, তবুও আমি আমার কথার সঙ্গে সামঞ্জস্য রেখে আচরণ করব।”
সরকার-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিয়মিত বৈঠকে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনায় উঠে আসে। সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই দুটি উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছিল।
তথ্যানুসন্ধানে জানা যায়, তপশিল ঘোষণা হওয়ার পর ছাত্র প্রতিনিধিদের সরকারের অংশ থাকা নিয়ে উচ্চপর্যায় থেকে প্রশ্ন উঠেছে। তাদের কেউ নির্বাচন করুক বা না করুক—তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে মত দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজন উপদেষ্টা পরিষদে জায়গা পান। তাদের একজন আসিফ মাহমুদ।