
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেন, অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে তারা ঢাকা অভিমুখে লং মার্চে নামবেন।
বিবৃতিতে বলা হয়, অপূর্ব পালের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী নিজে তার ফেসবুক প্রোফাইলে ওই ভিডিও প্রকাশ করায় এ অপরাধ আরও জঘন্য হয়ে উঠেছে। সংগঠনটির নেতারা দাবি করেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর পেছনে দেশি-বিদেশি কোনো চক্রান্ত থাকতে পারে, যা সরকারকে খুঁজে বের করতে হবে।
হেফাজত নেতারা বলেন, অতীতে ধর্ম ও প্রিয় নবী (সা.)-কে অবমাননার নানা ঘটনায় আইনের ওপর ভরসা রাখলেও বিচার হয়নি। রাখাল রাহা ও কবি সোহেল হাসান গালিবের মতো ব্যক্তিদের ক্ষেত্রেও শাস্তি কার্যকর না হওয়ায় জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে।
তারা আরও বলেন, ধর্ম অবমাননা বন্ধে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সরকার যদি দ্রুত বিচার না করে, তবে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে লং মার্চের ডাক দেওয়া হবে।



























