
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে নিত্যনতুন দাবি তুলে জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক মহল। তিনি অভিযোগ করেন, এসব দাবি সাধারণ মানুষের কাছে অপরিচিত এবং বিভ্রান্তি ছড়ানোর জন্যই সামনে আনা হচ্ছে।
বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ফখরুল। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হতো না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে নতুন সরকার সংস্কারের কাজ শুরু করতে পারতো।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “যেদিকে তাকাই দুর্নীতি ছাড়া কিছু দেখি না। ব্যাংকে গিয়ে নিজের টাকাও তোলা যায় না।” এছাড়া তিনি সতর্ক করে দেন, “আমরা যদি মনে করি জিতে গেছি, তবে তা বিরাট ভুল হবে। আরও সজাগ থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু।




























