আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘোষণাকে তীব্রভাবে নিন্দা করে বলেছেন, ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তারা সন্ত্রাসবাদের পুরস্কার দিচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, জর্ডানের পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নই ওঠে না।
অন্যদিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও গোষ্ঠী হামাস এ স্বীকৃতিকে শান্তি ও ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেছেন। তাঁদের দাবি, এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও মর্যাদার অধিকারের স্বীকৃতি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য এ পদক্ষেপ নিয়েছে শান্তি প্রতিষ্ঠা ও দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করার জন্য। তিনি জোর দিয়ে বলেন, এই স্বীকৃতি হামাসকে পুরস্কৃত করা নয়, বরং এটি গাজার যুদ্ধ ও পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ থামানোর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ।
সূত্র: AP News, Reuters