আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। সংগঠনটির নেতারা বলেছেন, সরকার ন্যায়বিচার থেকে জনগণকে বঞ্চিত করছে এবং এ অবস্থায় দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনই একমাত্র পথ।
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সমাবেশে খেলাফত মজলিসের আমির ও মহাসচিবসহ শীর্ষ নেতারা উপস্থিত থেকে এ ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, জুলাই গণহত্যার ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারালেও আজও প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নেতারা বলেন, দেশের মানুষের অধিকার রক্ষায় তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে। তবে দাবিগুলো পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা জনগণের প্রতি আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
খেলাফত মজলিসের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
১. জুলাই গণহত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা।
২. আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি।
৩. রাজনৈতিক সভা-সমাবেশে বাধা না দেওয়া।
৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা।
৫. জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।
সমাবেশে বক্তারা আরও দাবি করেন, এই পাঁচ দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, জনগণের রক্তের দামে স্বাধীন দেশকে আবারও একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।