আওয়ার টাইমস নিউজ
ডেস্ক রিপোর্ট: উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা দ্রুত ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে প্রবল বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি এবং বেশ কিছু এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করে আসামে পৌঁছেছে। এর একটি অংশ বঙ্গোপসাগরের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশালের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও দেখা দিতে পারে।
আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। রোববার (১৭ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় আবারও অতি ভারী বর্ষণ হতে পারে, যা দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের ধারা তৈরি করতে পারে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সতর্ক করেছেন, ১৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তার পূর্বাভাস অনুযায়ী, পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এবার বর্ষাকালের স্বাভাবিক বন্যা দেখা দিতে পারে, যা দেশের বিস্তীর্ণ এলাকা এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর