
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশে আবারও ঢুকে পড়েছে একটি ভারতীয় ড্রোন। শুক্রবার (৮ আগস্ট) লাহোরের মানাওয়ান এলাকায় এই ড্রোনটি ধরা পড়ে পাকিস্তানের রাডারে। দেশটির নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গুলি চালিয়ে ড্রোনটিকে ভূপাতিত করে।
পাকিস্তানি পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করার পর তা নজরে আসে, এরপর গুলিবর্ষণ করে সেটিকে মাটিতে নামানো হয়। উদ্ধার করা ড্রোনে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি, ফলে প্রাথমিকভাবে এটি নজরদারি কাজে ব্যবহৃত সার্ভেইলেন্স ড্রোন বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ড্রোনটি গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনাটি এমন সময় ঘটল, যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে আবার চাঙা হয়ে উঠছে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা ‘অপারেশন সিঁদুর’ চালায়। তার জবাবে পাকিস্তানও চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’, যেখানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ও একাধিক ড্রোন গুলি করে নামানো হয়।
পরবর্তীতে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু এবার ফের ড্রোন লঙ্ঘনের ঘটনায় সেই শান্তিপ্রচেষ্টায় নতুন করে ছন্দপতনের আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: Al Jazeera English, Reuters




























