
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমানবাহিনীর পরিচালিত অভিযানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রদেশের তিরাহ উপত্যকার মাত্রে দারা গ্রামে এ হামলা চালানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তান বিমানবাহিনী অন্তত আটটি এলএস-৬ বোমা নিক্ষেপ করে। হামলার পর প্রকাশিত ছবিতে ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর এবং হতাহতদের উদ্ধারের দৃশ্য দেখা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অঞ্চলে টিটিপির কার্যক্রম বেড়ে যায় এবং একের পর এক হামলা চালানো হচ্ছে।
প্রাদেশিক পুলিশের তথ্যে জানা যায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই প্রদেশে ছোট-বড় মিলিয়ে ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৮ জন বেসামরিক নাগরিক ও ৭৯ জন পুলিশ সদস্য। শুধু আগস্ট মাসেই ঘটেছে ১২৯টি হামলা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিভাগের আঞ্চলিক উপপরিচালক ইসাবেলে ল্যাসি এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সন্ত্রাস দমনে ব্যর্থতা এখন স্পষ্ট হয়ে উঠছে।
সূত্র: আল জাজিরা




























