আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরছে। গত এক বছরে দুই দেশের যোগাযোগ আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। সামনে আরও কিছু বিষয়ে অগ্রগতি হলে তা প্রকাশ করা হবে।
সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তৌহিদ হোসেন জানান, কূটনৈতিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। গত সপ্তাহে দুই দফা টেলিফোনে কথা বলার পর রোববার সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সামরিক বাহিনীর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। এ লক্ষ্যে চীনের সঙ্গে সরকার-টু-সরকার ভিত্তিতে সামরিক ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে এ ধরনের কোনো সিদ্ধান্তে যেন যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিমান বাহিনীর অনেক উড়োজাহাজ পুরোনো হয়ে গেছে এবং কিছু সার্ভিসযোগ্য অবস্থায় নেই। ন্যূনতম সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় ক্রয় কার্যক্রম চালাতে হবে। কোন দেশ থেকে কীভাবে এসব সংগ্রহ করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, অন-অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা পুরোপুরি বন্ধ হয়নি। নির্বাচনী সময়কে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিকভাবে আপত্তি জানানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট নিরাপত্তা উপদেষ্টা বিস্তারিত জানাতে পারবেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। পর্যাপ্ত প্রস্তুতি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ধাপে ধাপে এ সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে।