
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে এক যুবককে নৃশংসভাবে নির্যাতন করে দুই চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। গত ২৩ আগস্ট রাতের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন ব্যাপারী (৩৬) নামের ওই যুবক ঢাকায় দীর্ঘদিন বসবাস করতেন। বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা প্রায় ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণ তিনি পরিবারের কাছে গচ্ছিত রাখেন বলে অভিযোগ রয়েছে। প্রায় তিন মাস আগে রিপন টাকা ও স্বর্ণ ফেরত চাইলে দুই ভাই রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারীর সঙ্গে তার বিরোধ শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।
২২ আগস্ট রাত ১১টার দিকে এ নিয়ে আবারও তর্কবিতর্ক হয়। এ সময় বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং ছেলেদের চোখ তুলে নেওয়ার নির্দেশ দেন। বাবার নির্দেশে দুই ভাই রিপনকে মাটিতে চেপে ধরে অমানবিকভাবে তার চোখ উপড়ে ফেলে।
প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, “আমার বাবার কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণ আত্মসাৎ করার জন্যই চাচারা বাবাকে অন্ধ করে দিয়েছে।”
বড় ভাই খোকন ব্যাপারী জানান, “বাবার সামনেই এই ঘটনা ঘটেছে। বাবা নির্দেশ না দিলে রোকন আর স্বপন এতটা করতে পারত না।”
মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।
cgt




























