
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বরিশাল বিভাগের সাময়িক বরখাস্ত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে আটক করা হয়েছে। রাতের আঁধারে সরকারি কোয়ার্টার থেকে মালামাল নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে ঘটেছে।
বরিশাল সদর ফরেস্টার অবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে বন কর্মকর্তা কবির হোসেন ধার বাবদ তার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন এবং স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে পরিশোধ করেননি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মো. রিয়াজ জানান, বন কর্মকর্তা মালামাল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। অভিযোগের ভিত্তিতে তাকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কবির হোসেন পাটোয়ারী ইতিমধ্যেই নানা প্রলোভনে ১৭টি বিয়ে করেছিলেন এবং এই কারণে দেশের আলোচনার বিষয় হয়ে ছিলেন। বিয়ের নামে প্রতারণা ও যৌতুক দাবিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বন ও পরিবেশ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে, একই অভিযোগের কারণে তিনি পূর্বে দু’বার সাময়িক বরখাস্ত হয়েছেন, তবে প্রভাবশালী সরকারের সুপারিশে পুনর্বহাল হন। বর্তমানে বরিশাল মহানগর আদালত তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।




























