আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, দেশের সিংহভাগ রাজনৈতিক দলই এখন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণও এই পদ্ধতি চায় কিনা তা জানতে গণভোটের ব্যবস্থা করতে হবে। তিনি অভিযোগ করেন, সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে তারা সেই ওয়াদা ভঙ্গ করেছে।
এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ে ঘটে যাওয়া গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এরপরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।