আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের পক্ষে নয়। তিনি বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সবার অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি।
মঙ্গলবার বিকেলে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন ছাড়া সংকট নিরসনের পথ নেই
ফখরুল বলেন, “দেশবাসী নির্বাচন চায়। রাজনৈতিক অচলাবস্থা ও সংকট কাটানোর একমাত্র সমাধান হলো দ্রুত জাতীয় নির্বাচন।” তিনি আরও বলেন, সংস্কার কিংবা নতুন কোনো ব্যবস্থার প্রশ্ন তাদের দলীয় সিদ্ধান্তের বিষয় নয়—জনগণের আকাঙ্ক্ষাই আসল।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে মন্তব্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সকল পক্ষের অংশগ্রহণে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ভোট আয়োজন হওয়া উচিত।
চিকিৎসা শেষে দেশে ফেরা
গত ১৩ আগস্ট চোখের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান বিএনপি মহাসচিব। প্রায় এক সপ্তাহ পর মঙ্গলবার থাই এয়ারওয়েজের ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।
cgt