
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত তার বোনদের অভিযোগের বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন। তিনি বলেন, বোনদের অভিযোগ ‘মিথ্যা অপবাদ’ এবং তিনি সবসময় তাদের পাশে থেকেছেন।
ডিপজল সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাসে জানান, তার সকল বোনকে তিনি সম্মান, ভালোবাসা এবং সহযোগিতা করে আসছেন। তিনি বলেন, “একজন বোনের অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য আমি যথাসম্ভব অর্থ ও সহায়তা করেছি। আরেক বোনকে নিয়মিত আর্থিক সাহায্য প্রদান করেছি। সবকিছু সম্ভবপরভাবে করা হয়েছে।”
তিনি আরও বলেন, “৩৫ বছর পর হঠাৎ কেন এমন অভিযোগ? যদি সত্যিই দাবি থাকত, সরাসরি বললে আমি তাদের প্রাপ্য অংশ দিতাম।” ডিপজল নিশ্চিত করেছেন, আইন অনুযায়ী যদি বোনরা মালিক হন, তাদের সম্পূর্ণ প্রাপ্য অংশ দেওয়া হবে।
প্রসঙ্গত: ডিপজলের তিন বোন অভিযোগ এনেছিলেন যে, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চনা করা হয়েছে। অভিযোগে বলা হয়, তাদের কাছে সম্পত্তি পাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি এবং বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কিছুই হয়নি। তারা দাবি করেছেন, তাদের জানমাল ও নিরাপত্তা ঝুঁকিতে ছিল।
ডিপজল এই অভিযোগকে ‘প্ররোচনা’ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, সমস্ত বিষয় আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে। তিনি বিশ্বাস প্রকাশ করেছেন যে, সত্যের বিজয় হবে এবং তিনি সর্বদা পরিবারের প্রতি দায়বদ্ধ থাকবেন।





























