আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার গভীর রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে সফরসঙ্গীদের নিয়ে তিনি রওনা হন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধি, যা নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।
২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেই ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার তুলে ধরবেন বলে জানা গেছে।
তবে সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গী করার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, উপদেষ্টারা নিজেদের প্রটেকশনের স্বার্থে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গেছেন। অথচ সেখানে রাজনীতিকদের কোনো কাজ নেই। এতে বিদেশের মাটিতে বিরোধী দলের মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে।
রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন তবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কি আদৌ যেতেন? তার মতে, সরকারপ্রধানরা টিকে আছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সমর্থনের কারণেই।
তিনি সমালোচনা করে বলেন, বৈষম্য দূর করার কথা বললেও উপদেষ্টা পরিষদ উল্টো বৈষম্যই তৈরি করছে। একইসঙ্গে তিনি উদাহরণ টেনে বলেন, সর্বশেষ জাতিসংঘ সফরে বিএনপির দুই প্রতিনিধি ও জামায়াত-এনসিপির একজন প্রতিনিধি যাওয়ায় আবারও সমতা নিয়ে আপত্তি তুলেছে।
তার মতে, সরকার ও রাজনৈতিক দলগুলো যেভাবে চলছে, তাতে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার চেয়ে ভিন্ন বার্তা যাচ্ছে। তবুও তিনি আশা প্রকাশ করেছেন, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল ও সার্থক হোক।