আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের একটি খালে মাইক্রোবাসটি পড়ে গেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতদের সবাই ছিলেন একটি পরিবারের সদস্য, যারা ঢাকায় ওমানফেরত এক আত্মীয়কে আনতে গিয়েছিলেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে ১২ জন যাত্রী ছিলেন। এরমধ্যে সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকিরা আহত অবস্থায় উদ্ধার হন।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি জানান, কোনো যানবাহনের ধাক্কা নয়—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়। যারা বের হতে পারেননি, তারা সবাই পানিতে ডুবে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহতরা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। ঢাকায় প্রবাসী আত্মীয়কে রিসিভ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি যখন খালে পড়ে, তখন হঠাৎই পানিতে ডুবে যায় এবং অধিকাংশ যাত্রী আটকা পড়ে নিঃশ্বাস নিতে না পেরে মারা যান।
ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ ও শোকাহত।